নেত্রকোনায় ভাতিজাদের হাতে চাচার মৃত্যু
ই-বার্তা ডেস্ক।। আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত্র বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচা (ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধান শিক্ষক) এ এম কুতুবউদ্দিন নিহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বাগানবাড়ি নিয়ে চাচা কুতুবউদ্দিনের ভাই শামছুদ্দিনের ছেলে আজিজুল হক, মোজাম্মেল হক ও মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুস সাত্তারদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে চাচা কুতুবউদ্দিন বাড়ি থেকে বের হওয়ার সময় পিছন থেকে ভাতিজা আজিজুল হকরা হামলা চালায়। তাকে লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।
এতে আশঙ্কাজনক অবস্থায় কুতুবউদ্দিনকে উদ্ধার করে এলাকাবাসী নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেয়া হয়। পরে পথিমধ্যেই কুতুবউদ্দিন মারা যান।
নেত্রকোনা সদর সার্কেলের সহকারী অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত তিনজন আটক করা হয়েছে।
ই-বার্তা/হাসিবুল করিম