রাজশাহীতে ৩ শিবিরকর্মী আটক
ই- বার্তা ডেস্ক।। রাজশাহীর পবা উপজেলায় একটি আমবাগান থেকে গোপন বৈঠককালে শিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভল্লুকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- রাজশাহী মহানগরীর শ্যামপুর এলাকার কামরুল হাসান, মির্জাপুর মহল্লার দিলদার হোসেন ও কাটাখালির সুচারণ মহল্লার আবু তাহের।
এই বিষয়ে মতিহার থানার ওসি শাহাদত হোসেন খান জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে গোপন বৈঠক করছে- এ ধরনের সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালায়। এসময় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। তাৎক্ষণিক পুলিশের অতিরিক্ত একটি দল সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় জামায়াত-শিবিরকর্মীরা পালিয়ে যায়।
তবে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া জামায়াত-শিবিরকর্মীদের ১৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
নাশকতা পরিকল্পনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম