নবাবগঞ্জে যুবলীগ নেতাকে হত্যা
ই- বার্তা ডেস্ক।। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অস্ত্রের আঘাতে মো. আরিফ হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে হয়েছে।
রোববার রাতে উপজেলার শোল্লা ইউনিয়নের আটকাহনিয়া গ্রাম থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আরিফ শোল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি একই গ্রামের মৃত জালাল হোসেনের ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, সম্প্রতি আরিফ মাদক ব্যবসা করার অভিযোগে স্থানীয় যুবক রতনকে পুলিশে ধরিয়ে দেন।
এরই জের ধরে কয়েকজন মাদক ব্যবসায়ী ধারালো অস্ত্র নিয়ে আরিফের বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় আরিফুল বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে তারা ধরে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাত ৮টার দিকে আরিফের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ই- বার্তা/ হাসিবুল করিম