ইরান হয়তো ভুল করে ড্রোন ভূপাতিত করেছেঃ ডোনাল্ড ট্রাম্প
ই- বার্তা ডেস্ক।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ড্রোন ইরান ভূপাতিত করে ‘অনেক বড় ভুল’ করেছে ।
আজ বৃহস্পতিবার মার্কিন ড্রোন ভূপাতিত করার প্রতিক্রিয়ায় ট্রাম্প এ কথা বলেন। হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ট্রাম্প ড্রোন ভূপাতিত করার ঘটনাকে ‘মলমের ওপর মাছি বসার’ মতো ব্যাপার বলে মন্তব্য করেন।
ট্রাম্পের বলেন, ‘মানববিহীন ড্রোনটিকে যখন ভূপাতিত করা হয়, তখন সেটি আন্তর্জাতিক জলসীমায় ছিল, ইরানের আকাশসীমায় নয়।’
ট্রাম্প মনে করেন যে, ইরান হয়তো ভুল করে ড্রোন ভূপাতিত করেছে। ‘আমার মনে হয়, ইরান হয়তো ভুলবশত কাজটি করেছে। এমন হতে পারে হয়তো কোনো জেনারেল বা অন্য কেউ ভুলে ড্রোনটি গুলি করে নামিয়েছে’-যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, কেউ হয়তো অনিচ্ছাকৃতভাবে এমন কাজ করে থাকতে পারে। কেউ ইচ্ছা করে এমন কাজ করবে, এটা বিশ্বাস করা কঠিন। ‘বোকা ও মতিভ্রম হওয়া কোনো ব্যক্তিই কাজটি করে থাকতে পারে’- যোগ করেন ট্রাম্প।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম