রাজধানীতে খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বেচ্ছাসেবক দলের মিছিল
ই- বার্তা ডেস্ক।। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাজধানীতে মিছিল করেছে ।
আজ শুক্রবার (২১ জুন) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে নয়াপল্টনে শেষ হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বিএনপির চেয়ারপারসন ও চারবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারবন্দি রেখে এবং তার জামিনে বাধা সৃষ্টি করেও সরকার নিশ্চিন্ত থাকতে পারছে না। তারা বেগম খালেদা জিয়ার প্রতি অতি মাত্রায় বেপরোয়া ও নিষ্ঠুর হয়ে উঠেছে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে সম্পূর্ণরূপে দস্যুবৃত্তির নীতিতে দেশ পরিচালনা করছে বলেই দেশে কবরের নিস্তব্ধতা বিরাজ করছে।’
মিছিলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মিছিলে সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানসহ স্বেচ্ছাসেবক দলের কয়েকশত নেতাকর্মী অংশ নেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম