গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে শপথ নেওয়া হয়েছে: ফখরুল
ই- বার্তা ডেস্ক।। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনকে বেগবান করতে শপথ নেওয়া হয়েছে ।
আজ শনিবার (২২ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনের অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় স্থায়ী কমিটির শূন্য আসনে নতুন দুজন সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে। তারা দলের সিনিয়র নেতাদেরকে সঙ্গে নিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন।’
তিনি আরও বলেন, ‘স্থায়ী কমিটির নতুন সদস্যদের নিয়ে আমরা মাজারে এসে আবার নতুন করে শপথ নিয়েছি। অগণতান্ত্রিকভভাবে বন্দি রাখা দেশনেত্রী ও গণতন্ত্রের মুক্তির জন্য আমাদের সংগ্রামকে আরও বেগবান করা হবে। সেইসঙ্গে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অবলিম্বে যাতে জনপ্রতিনিধি নির্বাচিত করা যায় সে আন্দোলনও করা হবে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম