শাস্তি পাচ্ছেন বিরাট কোহলি
ই-বার্তা ডেস্ক।। আফগানিস্তানের বিপক্ষে জিতলেও রেহাই নেই ভারত অধিনায়ক বিরাট কোহলির। আচরণবিধি ভেঙে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি।
আগ্রাসী ভঙ্গিতে আম্পায়ারদের কাছে অতিরিক্ত আবেদন জানিয়ে আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.১ ধারায় দোষী সাব্যস্ত হন কোহলি। ফলে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেন আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি ক্রিস ব্রড। দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন কোহলি।
ইনিংসের ২৯তম ওভারে জাসপ্রিত বুমরাহর বলে রহমত শাহর বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদনের সময় ফিল্ড আম্পায়ার আমিল দারের দিকে এগিয়ে যান কোহলি। পরে মোহাম্মদ শামির বলে আরও দুইবার এলবিডব্লিউর আবেদনের সময়ও আম্পায়ারদের সঙ্গে অবিশ্বাসের ভঙ্গিতে কথাবার্তা বলতে দেখা যায় তাকে।
এ নিয়ে বিরাটের নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হল। এর আগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। আইসিসির বর্তমান আচরণবিধি অনুযায়ী কোন খেলোয়াড় দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট ম্যাচ অথবা দুটি সীমিত ওভারের ম্যাচে নিষিদ্ধ হন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু