সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষঃ নিহত ২
ই- বার্তা ডেস্ক।। সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহতরা হলেন শহরের কাটিয়ার কামরুল হাসান (৩৫) ও লস্করপাড়ার নান্নু (৩৪)। তারা দুজন সাতক্ষীরার স্টার কেবলসের কর্মচারী ছিলেন।
এই বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম জানান, কামরুল হাসান ও নান্নু একটি মোটরসাইকেলে তালা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। পাটকেলঘাটার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন।
তিনি জানান, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় সিবি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই কামরুল হাসান ও নান্নু মারা যান।ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম