নিখোঁজের দুইদিন পর ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার
ই-বার্তা ডেস্ক।। পটুয়াখালীর বাউফলের নওমাওলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শুভঙ্কর হাওলাদারের (২৩) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বুধবার সকাল ৮টায় আদাবাড়িয়া-নওমাওলা ইউনিয়নের মধ্যবর্তী গোলাবাড়ী এলাকার খালে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
পরে বাউফল থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের গায়ে অসংখ্য ধারালো দায়ের কোপের চিহ্ন দেখতে পাওয়া যায় বলে জানায় স্থানীয়রা।
শুভংকর উপজেলার নওমাওলা ইউনিয়নের বটকাজল এলাকার সত্যরঞ্জন হাওলাদারের ছেলে এবং পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন শুভঙ্কর হাওলাদার। পারিবারিকভাবে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হলেও এ বিষয়ে থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করা হয়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু