আগারগাঁও-শিশুমেলা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএনসিসি

ই-বার্তা ডেস্ক।।  বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁও-শিশুমেলা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের(ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। দুপুর ১২টার দিকে শেষ হয় উচ্ছেদ অভিযান।   

জানা যায়, আগারগাঁও-শিশুমেলা এলাকার সড়কের দুই পাশের দুইশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় পাসপোর্ট অফিসের সামনে দালালদের দোকান, ফুলের দোকান, পঙ্গু হাসপাতালের সামনে ফার্মেসি, খাবার হোটেল, চা-পানের দোকান, সার্জিক্যালের দোকান, ফ্লেক্সিলোডের দোকান উচ্ছেদ করা হয়।

নিয়মিত অভিযান হলেও কার্যত কোনো পরিবর্তন হয় না। উচ্ছেদ অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার একই জায়গায় আবারও দোকানপাট বসে। এ জন্য স্থায়ী সমাধান দরকার।

ফুটপাত দিয়ে চলাচলকারী পথচারী মো. নূরনবী জানান, কিছুক্ষণ আগে দেখলাম সব ভেঙে উচ্ছেদ করা হলো; অথচ অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও দোকান বসানো শুরু হয়ে গেছে। এ ক্ষেত্রে ডিএনসিসির পাশাপাশি পুলিশের একটি নজরদারি থাকলে ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকত। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল ৫-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান সাংবাদিকদের বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এ সময় দুইশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু