রিফাত হত্যার কোনো আসামি গ্রেফতার এড়াতে পারবে না: পুলিশ
ই- বার্তা ডেস্ক।। বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন জানিয়েছেন যে, বরগুনা রাস্তায় ফেলে প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় অচিরেই দেশবাসীকে আমরা সুখবর দিতে পারব।
আজ শুক্রবার দুপুরে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ ঘটনায় এ পর্যন্ত পুলিশ তিন আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এই মামলার অন্য আসামিরা নজরদারিতে রয়েছে।
পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, অচিরেই দেশবাসীকে আমরা সুখবর দিতে পারব। কোনো আসামি গ্রেফতার এড়াতে পারবে না।
অন্যদিকে জড়িতরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে জন্য তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য জানান।
এআইজি বলেন, আসামিদের দেশত্যাগ ঠেকাতে সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, রিফাত হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি, র্যাব ও ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট কাজ করছে।
সোহেল রানা বলেন, আশা করছি, সব আসামিকে শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে। অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম