কোপা যে মাঠে খেলা হচ্ছে তা খেলার অযোগ্যঃ মেসি
ই-বার্তা ডেস্ক।। আগামী বুধবার ভোরে কোপা আমেরিকায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। পাশাপাশি সতর্ক খেলোয়াড়রাও।
ভেনেজুয়েলা ম্যাচের পরে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বলেছেন, ‘‘এটা ঠিক আমি এখনও এবারের কোপায় নিজের সেরা খেলাটা খেলতে পারিনি। ব্রাজিলের সঙ্গে ম্যাচ মানেই অন্য রকম অনুভূতি এবং উত্তেজনা জড়িয়ে থাকে। ওই ম্যাচটা জেতার জন্য আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না।’’
এবার কোপা আমেরিকার ভ্যেনূ নিয়ে বেশ সমালোচিত হচ্ছে আয়োজক দেশটি। বেশ কয়েকটি মাঠ উচু নিচু হওয়ায় বল ঠিক মতো পায়ে রাখতে হিমশিম খাচ্ছে খেলয়োড়রা। আবার সম্পূর্ণ মাঠে ভালোভাবে ঘাস না থাকায় ইনজুরির শঙ্কা মাথায় রেখেই খেলতে হচ্ছে প্রতিটি দলকে।
সেমিফাইনালে ওঠার পরে মাঠ নিয়ে সরব হয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসির বক্তব্য, ‘‘কোপায় যে মাঠে খেলা হচ্ছে তা খেলার অযোগ্য। বল যাচ্ছে ইঁদুরের মতো। বল যে কোনও জায়গায় চলে যাচ্ছে পাস বাড়ালে। ড্রিবল করতে গেলেও সমস্যায় পড়তে হচ্ছে।’’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু