কারাগারে ডিআইজি মিজান
ই-বার্তা ডেস্ক।। দুর্নীতিসহ নানা অভিযোগে অভিযুক্ত ডিআইজি মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ডিভিশন সেল ‘চম্পাকলী’তে রাখা হয়েছে তাকে।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত ও কারা সংশ্লিষ্টরা জানান, সকাল সাড়ে ১০টায় মিজানকে পুলিশ পাহারায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। সেখানে এজলাসের পেছনের একটি কক্ষে তাকে বসতে দেওয়া হয়। এরপর বেলা ১১টা ৩১ মিনিটে শুনানি শুরু হয়। শেষ হয় ১২টা ৩৪ মিনিটে। শুনানির এই একঘণ্টা আদালতের আসামিদের ডকে দাঁড়িয়ে ছিলেন মিজান। শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
কারাগারে কোন সেলে রাখা হয়েছে এবং কী কী সুবিধা দেওয়া হচ্ছে জানতে চাইলে কেন্দ্রীয় কারাগারের সূত্র জানায়, “কারা বিধি অনুযায়ী তিনি ডিভিশন পাবেন। সেজন্য তাকে ডিভিশন সেল ‘চম্পাকলী’তে রাখা হয়েছে। ডিভিশন পাওয়া বন্দিরা যেসব সুবিধা পেয়ে থাকেন, তাকে সেসব সুবিধা দেওয়া হবে।”
ই-বার্তা/সালাউদ্দিন সাজু