মাদক ব্যবসায়ীর পেট থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার
ই-বার্তা ডেস্ক।। গতকাল মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকা থেকে মামুন মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে তাঁর কাছ থেকে চার হাজার ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান গণমাধ্যমকে জানান, মামুন মিয়া করিমগঞ্জ উপজেলার রামনগর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। বেশ কিছুদিন ধরেই মামুন আইনশৃঙ্খলা বাহিনীর নজরে ছিলেন।
‘মঙ্গলবার প্রথমে মামুনকে ১২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তাঁর পেটে ইয়াবা রয়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে পেটের ভেতর থেকে ৮০টি ছোট প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট চার হাজার পিস ইয়াবা ছিল। সেগুলো পায়ুপথ দিয়ে বের করা হয়।’
শোভন খান আরো জানান, মামুন মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু