বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার
ই- বার্তা ।। যশোরের বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আইসিপি ক্যাম্পের সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (৩ই জুলাই) ভোরে বেনাপোল সীমান্তের বড় আঁচড়া আবুসামের মোড় থেকে এ ফেন্সিডিলের চালানটি উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, গোপন খবরে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিলের একটি চালান এনে বড় আঁচড়া আবুসামের মোড়ে অবস্থান করছে ।
এমন সময় সেখানে অভিযান চালালে পাচারকারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত ফেন্সিডিল যশোর ব্যাটালিয়নের জমা দেওয়া হবে।
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ