মুসলিম শিশুদের বিচ্ছিন্ন করার অভিযোগ অস্বীকার চীনের
ই-বার্তা ডেস্ক।। যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দেশটির পশ্চিম জিনজিয়াংয়ে মুসলিম শিশুদের কৌশলে তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন, যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হচ্ছে তা আদৌ সত্য নয়।
বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাত্কারে চীনা রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং বলেন, সম্প্রতি তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সত্যতার নিরিখে করা হয়নি। মুসলিম শিশুদের তাদের অভিভাবক থেকে আলাদা করা হচ্ছে না।
চীনা কর্তৃপক্ষের বক্তব্য, উগ্রবাদকে মোকাবিলা করতে উইঘুর সম্প্রদায়ের সদস্যদের শিক্ষায় সম্পৃক্ত করা হচ্ছে এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে; কিন্তু বিবিসির করা সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুসলিম শিশুদের তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে।
সমালোচকেরা বলছেন, শিশুদেরকে তাদের মুসলিম কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। জিনজিয়াংয়ের স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, যেসব শিশুর বাবা-মাকে আটক করা হয় তাদেরকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই শিশুদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু