আইনকানুন পরিবর্তনের পাশাপাশি মানসিকতায়ও পরিবর্তন আনতে হবে: জয়
ই- বার্তা ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পুরনো আইনকানুন পরিবর্তনের পাশাপাশি মানসিকতায় পরিবর্তন আনার কথা বিলেছেন।
আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ : সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, এত দ্রুত সময়ে একটি দেশকে ডিজিটালাইজড করার কার্যক্রম বাংলাদেশ ছাড়া খুব কম দেশেই পেরেছে। পৃথিবীর অন্য দেশের সঙ্গে একযোগে বাংলাদেশে ফাইভ-জি নেটওয়ার্ক সেবা চালু হবে। এ সময় টেলিকমিউনিকেশন পলিসি নতুনভাবে করারও ঘোষণা দেন তিনি।
বিভিন্ন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও তদারকিতে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম