দেশের মাটিতেই মাশরাফিকে বিদায় দেওয়া হবেঃ পাপন
ই-বার্তা ডেস্ক।। বয়স, ফিটনেস আর পারফর্মের কারনে বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। এসমে তার অবসর নিয়েও উঠেছে নানা গুঞ্জন। অনেকেই ভেবেছিল পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামেই ক্যারিয়ারের ইতি টানবেন মাশরাফি।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফি বিন মুর্তজার বিদায় প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দেশের মাটিতে সিরিজ আয়োজন করেই মাশরাফিকে বিদায় দেয়া হবে।
ক্রিকেটকে বিদায় বলার আগেই রাজনীতিতে জড়িয়ে সংসদ সদস্য হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে সম্প্রতিক ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি। বাংলাদেশ দলের এই সফল অধিনায়কের বিদায় প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, দেশের মাঠে একটি সিরিজ আয়োজন করে আমরা মাশরাফিকে বিদায় জানাব।
বিশ্বকাপে ব্যর্থতার কারণে জাতীয় দলের কোচ স্টিভ রোডসের সঙ্গে আর কাজ করতে চায় না বিসিবি। কোচের বিদায় প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, স্টিভ রোডসের অধ্যায় এখনই শেষ নয়। তার বিষয়ে পরবর্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু