‘বন্যাকবলিতদের জন্য দেশে ত্রাণ সামগ্রীর অভাব নেই’
ই- বার্তা ডেস্ক।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন যে, বন্যাকবলিতদের জন্য দেশে ত্রাণ সামগ্রীর কোনো অভাব নেই ।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সরকার, প্রশাসন ও জনগণ বন্যাকবলিত লোকজনকে যেভাবে সেবা দেয়ার জন্য কাজ করছে বন্যা দীর্ঘস্থায়ী হলেও একইভাবে সেবা দিয়ে যাবে। এ বছর বন্যার পূর্বাভাস পাওয়ার পর থেকেই সব প্রস্তুতি গ্রহণ করা হয়।
এর আগে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সব বিভাগের সমন্বয়ে বন্যা মোকাবিলায় কাজ করার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শাহ কামাল প্রমুখ বক্তব্য দেন । এ সময় বেশ কয়েকজন সংসদ সদস্যসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।