ঈদে সারা দেশে থাকবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ
ই- বার্তা ডেস্ক।। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন যে, ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে।
আজ বুধবার দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিপিডিবি ও অন্যান্য সরকারি সংস্থার মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, আসছে ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার কাজ করে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন হয়ে যাবে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
পাওয়ার সেক্টরগুলো দেশে প্রফেশনালি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, পাওয়ার সেক্টরগুলো দেশে প্রফেশনালি কাজ করছে। তাই আমরা আশা করছি, শুধু শহরগুলো তো নয়, গ্রামগুলোতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।