‘রাশিয়া-চীনও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায়’
ই- বার্তা ডেস্ক।। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মন্তব্য করেছেন যে, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে সমর্থনকারী দেশ রাশিয়া ও চীনও এখন রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায়। কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যায়নি।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘রোহিঙ্গা সংকট এবং আশ্রয় দেওয়া দেশে প্রভাব’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার আমাদের বন্ধু রাষ্ট্র। তাদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। প্রতিবেশী সকল দেশের সঙ্গে বাংলাদেশ শান্তিপূর্ণ সম্পর্ক রাখে। এর আগেও রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল এবং মিয়ানমার তাদের ফেরত নিয়েছে। আমি আশাবাদী মিয়ানমার দ্রুত রোহিঙ্গাদের ফেরত নেবে।
তিনি বলেন, এখনও একজন রোহিঙ্গা ফেরত যায়নি। আমরা তাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন চাই। মিয়ানমারকে নিজ স্বার্থে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। তারা বাংলাদেশে দীর্ঘদিন থাকলে এ অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক ফেরত পাঠানোর কোনো বিকল্প নেই। তবে যতক্ষণ পর্যন্ত থাকছে ততদিন পর্যন্ত কক্সবাজারের উন্নয়ন জরুরি।