বেনাপোল সীমান্তে ৪০ কেজি গাঁজা সহ আটক ৪
ই- বার্তা।। বেনাপোল সীমান্ত এলাকা অভিযান চালিয়ে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ দল।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পূর্ব তথ্যের ভিত্তিতে আজ (২৯ই জুলাই) এছাড়াও ঘিবা বিওপিতে কর্মরত নায়েক মোঃ রুস্তম আলী এর নেতৃত্বে একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঘিবা সীমান্তের ৪নং ঘিবা এলাকা হতে ৪০ কেজি গাঁজাসহ ০৪ জন আসামী আটক করা হয়।
আটককৃত আসামী(১) মোঃ বকুল হোসেন (৩৫), পিতা মোঃ তৈয়বুর, গ্রাম-রামপুর, পোষ্ট-রামপুর থানা-শার্শা, জেলা-যশোর। (২) মোঃ সোহান,পিতা ওসমান আলী, গ্রাম শিবনাথপুর(৩) মাহবুর রহমান, পিতা আব্দুল গফফার, গ্রাম কৃষপুর ও মুছা করিম পিতা কামরুল গ্রাম শিবনাথপুর, উভয়ের বাড়ি বেনাপোল পোর্ট থানায়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪,৭৬,৮০০/- (চার লক্ষ ছিয়াত্তর হাজার আটশত) টাকা।
আটককৃত গাঁজাসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ