‘১১ লাখ রোহিঙ্গার আশ্রয় বাংলাদেশের জন্য বিরাট বোঝা’
ই- বার্তা ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন যে, ১১ লাখ রোহিঙ্গার আশ্রয় বাংলাদেশের জন্য বিরাট বোঝা ।
গতকাল সোমবার (২৯ জুলাই) লন্ডন স্থানীয় সময়সন্ধ্যায় লর্ড আহমেদ অব উইম্বলডন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন।
পরে প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে জানান, ‘এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় প্রদান আমাদের জন্য এক বিরাট বোঝা। আমরা আলাপ-আলোচনার মাধ্যমেই এটির সমাধান করতে চাই।’
এ সময় লর্ড আহমেদ বাংলাদেশকে রোহিঙ্গা ইস্যুতে সহযোগীতার আশ্বাস দেন। লর্ড আহমেদ বর্তমানে যুক্তরাজ্যের কমনওয়েলথ এবং জাতিসংঘ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে প্রধানমন্ত্রী এবং লর্ড আহমেদ দুজনেই একমত পোষণ করে বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম এবং সন্ত্রাসবাদকে ইসলাম কখনও সমর্থন করে না।’
অন্যদিকে, একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে কমনওয়েলথ ‘ব্লু চার্টার’ বাস্তবায়ন এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার আহবান জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি।