চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত
ই- বার্তা ডেস্ক।। চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত ও অপর এক শ্রমিক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার শেখ আবদুরের ছেলে মো. মানিক (৫০) ও ভোলার চরফ্যাশন থানার আবদুল খালেকের ছেলে মো. বাবুল (২০)। আহত শ্রমিকের নাম মো. ইব্রাহিম।
রাত ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কসমোপলিটন এলাকার ডা. কাদেরের নির্মাণাধীন ৮তলা ভবনের সপ্তম তলায় কাজ করছিলেন তারা। সেখান থেকে পাটাতন ভেঙ্গে পড়ে তিন শ্রমিক গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।