ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় করায় ৮ ক্লিনিককে জরিমানা
ই-বার্তা ডেস্ক।। খুলনায় ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ায় আটটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাতুল আলম ও ইমরান খান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান জানান, স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য ‘ফি’ নির্ধারণ করে দিয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ডেঙ্গু রোগের ওষুধ বিক্রি, পরীক্ষা না করেই টাকা নেওয়া ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের সামনের বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা, নিউ সাউথ জোন হাসপাতালকে ৫০ হাজার টাকাসহ আটটি প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় র্যাব-৬, ড্রাগ ডিপার্টমেন্টসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু