আগামী ১১ আগস্ট সৌদি আরবে ঈদুল আজহা
ই- বার্তা ডেস্ক।। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ অনুযায়ী আগামী ১১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর হজ হবে আগামী ১০ আগস্ট।
গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসাবে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ১২ আগস্ট। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে ২ আগস্ট।
এদিকে, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ১২ আগস্ট ঈদুল আজহা পালিত হতে পারে বলে জানিয়েছে।