বিএনপি যা করছে তা রাজনৈতিক বোমাবাজিঃ আইনমন্ত্রী
ই-বার্তা ।। খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি যা করছে তা রাজনৈতিক বোমাবাজি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়ার জামিন দিয়েছিলেন হাইকোর্ট।
কিন্তু সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদক আপিল করলে তা স্থগিত হয়ে যায়। এ তথ্যগুলো বিশ্লেষণ করলেই বোঝা যাবে সেখানে সরকারের কিছু করণীয় আছে কিনা।
বৃহস্পতিবার হবিগঞ্জে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ মন্তব্য করেন। জামায়াত নিষিদ্ধকরণ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণ আইনটি বর্তমানে মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা হয়েছে।
মন্ত্রিপরিষদে অনুমোদন হলে তা সংসদে উত্থাপন করা হবে। পরে জেলা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী অংশ নেন।
সমিতির সভাপতি মো. আফিল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান তালুকদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, আইন বিচার ও সংসদবিষয়ক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছয় কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ আইনজীবী সমিতির ছয়তলাবিশিষ্ট ভবনের তিনতলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে।
ই-বার্তা/নিউজ