ঝিনাইদহে গণধর্ষণ মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার
ই-বার্তা ডেস্ক।। ঈদের দিন ঝিনাইদহে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি বাদশাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার খাজুরা গ্রামের জোয়ারদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ঈদের দিন রাতে খাজুরা গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়। এ ধর্ষণ মামলার প্রধান আসামি জোয়ারদারপাড়া এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা ছোরা হাতে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে।
এ সময় পুলিশ শটগানের গুলিবর্ষণ করলে তার পায়ে গুলি লাগে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
উল্লেখ্য, ঈদের দিন সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই ছাত্রী পাশের বাড়িতে তার মাকে খুঁজতে বের হয়। এ সময় বাদশা ও তার সহযোগীরা মুখ বেঁধে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করে পাশের ঝিনুকমালা আবাসন এলাকায় ফেলে রেখে যায়
ই-বার্তা/সালাউদ্দিন সাজু