মানবতাবিরোধী অপরাধে মুসার মৃত্যুদণ্ড
ই-বার্তা ডেস্ক।। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর পুঠিয়ার আবদুস সামাদ ওরফে মুসার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।
এর আগে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলাকালীন নাশকতার অন্য এক মামলায় গ্রেপ্তার হন আসামি মুসা। ২০১৭ সালে ২৪ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মুক্তিযুদ্ধ চলাকালীন পশ্চিমভাগ এবং গোটিয়া গ্রামে আদিবাসী ও বাঙালিদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ আনা হয় মুসার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ৪টি অভিযোগ প্রমাণিত হয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু