ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে, অভিযোগ ন্যাটোর
সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে হামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ন্যাটো সামরিক জোটের প্রধান বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে।
তিনি বলেন, এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় তিনি প্রচণ্ড উদ্বিগ্ন। জেন্স স্টোলেনবার্গ আরও বলেন, ইরান গোটা অঞ্চলটাকে অস্থিতিশীল করে তুলেছে।
এর আগে সোমবার সৌদি আরবের দুটি তেলখনিতে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাচ্ছে, স্যাটেলাইট থেকে পাওয়া এমন কয়েকটি ছবি প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
গত শনিবারের ওই হামলাকে নজিরবিহীনউল্লেখ করে এর পেছনে ইরানের সরাসরি সম্পৃক্ততা আছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
অন্যদিকে, এ হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি এ হামলাকে সৌদি আরবের আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের জনগণেরপাল্টা জবাব বলে আখ্যা দিয়েছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় খাতের প্রতিষ্ঠান আরামকো পরিচালিত দুটি তেল উত্তোলন ক্ষেত্রে এ হামলার দায় স্বীকার করেছে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সূত্র: ইয়াহু নিউজ