চলমান অভিযানে দলের ইমেজের ক্ষতি হবে না বরং ভাবমূর্তি বাড়বেঃ কৃষিমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ক্যাসিনোর বিষয়টি ‘ঢেকে রাখলে লাভ হতো না’ মন্তব্য করে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান ও গ্রেফতারে দলের ইমেজের ক্ষতি হবে না বরং ভাবমূর্তি বাড়বে।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য রাজ্জাক বলেন, ‘কিছু লোক দুর্নীতি করে যদি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড কলঙ্কিত করে সেটা গ্রহণযোগ্য নয়। ধুলাবালি, ময়লা, গন্ধ ঝাড়ু দিয়ে কার্পেটের নিচে যদি রেখে দেন কউ দেখবে না, তাতে কি ধুলাবালির অপকার থেকে আপনি রেহাই পাবেন? উটপাখি বালির মধ্যে মাথা ঢুকিয়ে দিলে তীব্র রোদ থেকে রেহাই পাবে না।’
মন্ত্রী বলেন, ‘আমি মনে করি যেটা করা হচ্ছে, এটা ঢেকে রাখলে লাভ হতো না। এটা খোলা মনে বলেছি। এতে করে দলের ভাবমূর্তি বাড়বে এবং দেশ ও জাতির কল্যাণ হবে, ১৬ কোটি মানুষ উপকৃত হবে।’
এই অভিযানের মাধ্যমে দলের ইমেজের ক্ষতি হবে কি না প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমি মনে করি না ইমেজের কোনো ক্ষতি হবে বরং আমাদের ভাবমূর্তি বাড়বে, মানুষের আস্থা বাড়বে।’
এসব ঘটনা সরকারের আইওয়াশ কি না সাংবাদিকদের এমন প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, ‘আইওয়াশ করে তো বাংলাদেশের মানুষকে ধোঁকা দেয়া যাবে না। দেশের মানুষ খুবই সচেতন।’
আব্দুর রাজ্জাক বলেন, ‘এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন এত কঠোর পরিশ্রম করি বাংলার ১৬ কোটি মানুষের কল্যাণ, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য। সেগুলোকে যারা ম্লান করছে তাদের সঙ্গে কোনো আপস নয়। যারা সীমা লঙ্ঘন করছে, অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি কিছু লোক আমার নাম ভাঙিয়ে আমাকে ব্যবহার করে অনেক অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজিতে লিপ্ত। তাদের আইনের আওতায় আনা হবে।’
এ অভিযান চলমান থাকবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটা চলমান, গতকালও স্বারষ্ট্রমন্ত্রী বলেছেন।’
গণমাধ্যমে এসেছে ২৭ জন মন্ত্রী-এমপির তালিকা তৈরি করা হয়েছে তারা বিভিন্ন অপকর্মের তালিকায় রয়েছেন- এ বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো প্রমাণ থাকে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’