মেসির হ্যাটট্রিকে রেকর্ড ছুঁলো বার্সেলোনা
ই-বার্তা।। শনিবার রাতে লিওনেল মেসির হ্যাটট্রিকে লেগানেসকে হারিয়েছে বার্সেলোনা। আর তাতেই অন্যরকম এক রেকর্ডে ভাগ বসিয়েছে বার্সেলোনা। টানা ৩৮ ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ড ছুয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
অবশ্য এমন রেকর্ড আগেই করে রেখেছিল রিয়াল সোসিয়েদাদ। ১৯৭৮-৭৯ মৌসুমের ২৯তম সপ্তাহে ও ১৯৭৯-১৯৮০ মৌসুমের ৩২তম সপ্তাহে এমন রেকর্ড ছিল সোসিয়েদাদের। এরনেস্তো ভালভারদের দল এই মৌসুমে ৩৮টি ম্যাচের মধ্যে ৩০টি জিতেছে। আর ড্র করেছে বাকি আটটিতে।
বার্সেলোনা সবশেষ ম্যাচ হেরেছে মালাগার বিপক্ষে। গত বছরের ৩১তম ম্যাচডেতে হারে বার্সা।
এরপর অবশ্য কাতালানদের আর কেউ হারাতে পারেনি। তাই আগামী শনিবার ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিপক্ষে থাকছে অনন্য রেকর্ড গড়ার সুযোগ। তাতেই ইতিহাস গড়ার সুযোগ পাবে ভালভারদের শিষ্যরা।
শনিবার রাতে লিওনেল মেসির হ্যাটট্রিকে লেগানেসকে হারিয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে তাদের ৩-১ গোলে হারিয়েছে ভালভারদের দল।