বিজেপির মুখে গান্ধী, অন্তরে খুনি নথুরামঃ ওয়াইসি
ই-বার্তা ডেস্ক।। ভারতের লোকসভা সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, বিজেপি মুখে মহাত্মা গান্ধীর নাম নিলেও তাদের অন্তরে নথুরাম গডসে।
মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলেন নথুরাম।
আর এ খুনিকে নিজেদের নায়ক মনে করে ভারতের ক্ষমতাসীন বিজেপি বলে জানান সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের এ নেতা।
ওয়াইসি দাবি করেন, আমরা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করছি। আর বর্তমান বিজেপি সরকার মুখে তার নাম নিলেও অন্তরে নথুরাম গডসেই রয়েছে। বিজেপি গান্ধীর নামে দোকান চালাচ্ছে। তারা সারাদেশে গান্ধীজির নামে ধাপ্পাবাজি চালাচ্ছে।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে আগামী ২১ অক্টোবর। এতে আওরঙ্গবাদে নিজ দলের প্রার্থীর সমর্থনে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ওয়াইসি।
বিজেপির সমালোচনা করে তিনি বলেন, নথুরাম গডসে তিনটি বুলেট দিয়ে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। কিন্তু এখানে এখন নিয়মিত লোকজন নিহত হচ্ছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু