সালমান খানের ক্ষুদে ভক্তের আনিয়ার কাণ্ড!
ই-বার্তা ডেস্ক ।। এইতো কিছুদিন আগে সালমান ভক্ত ১৫ বছরের এক কিশোরী পাঁচিল টপকে সালমানের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। সেদিন নিরাপত্তারক্ষীদের বাধায় ওই কিশোরীর দুঃসাহসিক চেষ্টা ভেস্তে যায়। কিশোরীর এমন কাণ্ডে হতবাক হয়ে যায় সবাই। কিন্তু এবার সব ভক্তদের ছাড়িয়ে গেছেন সালমানের এক ক্ষুদে ভক্ত।
৬ বছর বয়সী সালমানের এই ক্ষুদে ভক্তের নাম আনিয়া। দিল্লির বাসিন্দা। সালমান কারাগারে যাওয়ার পর কান্নায় ভেঙ্গে পড়েন আনিয়া। ক্ষুদে এই ভক্ত শোকে এতটাই বিহ্বল হয়েছিলেন যে, তার বাবা-মা তাকে যোধপুর নিয়ে যেতে বাধ্য হয়েছেন।
গত দু’দিন কোনো কিছুই খায় নি আনিয়া। তার প্রতিজ্ঞা, সালমান কারাগার থেকে বেরোলে তবেই সে খাবার খাবে। আনিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে।
আনিয়ার মানসিক অবস্থা দেখে তাকে যোধপুর কারাগার প্রাঙ্গণে আনতে বাধ্য হয় তার বাবা-মা। এরপর কারাগারের সামনে আনিয়াকে প্ল্যাকার্ড হাতে ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
জানা যায়, আনিতার মাও সালমানের অন্ধ ভক্ত। কোনো ছবিতে সালমানকে কাঁদতে দেখলে মা-মেয়ে দু’জন কেঁদে ফেলেন।
ই-বার্তা/ডেস্ক