কাশ্মীরে গ্রেনেড হামলায় ১০ জন আহত
ই-বার্তা ডেস্ক।। ভারতের কাশ্মীরে শনিবার একটি গ্রেনেড হামলায় এক সাংবাদিক ও পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। কাশ্মীরের দক্ষিণাঞ্চলের শহর অনন্তনাগে প্রশাসনিক ভবনের সামনে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ এক টুইটবার্তায় জানিয়েছে, ‘অনন্তবাগে জঙ্গিরা গ্রেনেড ছুঁড়েছে। পুরো এলাকাটিকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরাও করা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।’
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, সরকারের প্রশাসনিক দপ্তরের কাছেই গ্রেনেড হামলার ঘটনাটি ঘটেছে। কাশ্মীর অবরোধের দুই মাস পেরিয়ে যাওয়ার পর প্রশাসনিক ভবনকে লক্ষ্য করে এরকম হামলার ঘটনা এবারই প্রথম।
৫ আগষ্ট ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পরপরই সেখানকার জনগণ ক্ষোভে ফেটে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো কাশ্মীর উপত্যকায় কারফিউ জারি করে দেশটির কেন্দ্রীয় সরকার। মুসলামান সংখ্যাগরিষ্ঠ রাজ্যটির অধিকাংশ রাজনৈতিক নেতাকে গৃহবন্দী ও আটক করা হয়। সেখানকার ইন্টারনেট পরিষেবা ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে জনগণকে বহির্বিশ্ব থেকে একরকম একঘরে করে ফেলে ক্ষমতাসীন বিজেপি।
দক্ষিণ কাশ্মীরের ডিআইজি একে গোয়েল বলেন, ‘অনন্তনাগের লাল চকে সকাল সাড়ে ১০ টায় অতর্কিতভাবে গ্রেনেড হামলাটি চালানো হয়। ওই সময় শহরের বাসিন্দারা দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। জনমনে ত্রাস সৃষ্টির জন্যই জঙ্গিগোষ্ঠী এই হামলা চালিয়েছে।’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু