পাখির সঙ্গে ‘ধাক্কায়’ বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
ই-বার্তা ডেস্ক।। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ ‘ময়ূরপঙ্খী’ নামে উড়োজাহাজটি জরুরি অবতরণ করেছে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, পাখির সঙ্গে আঘাতের (বার্ড হিট) কারণে জরুরি অবতরণ করা হয়েছে।
সোমবার সকালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
উড়োজাহাজটি সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ঢাকা থেকে সিঙ্গাপুরের (বিজি ০৮৪) উদ্দেশে ছেড়ে যায়। কিছু সময় পর পাখি আঘাত করায় উড়োজাহাজটি পুনরায় শাহজালালে ফিরে আসে।
বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘বার্ড হিট করায় উড়োজাহাজটি ফিরে এসেছে। এটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানের হ্যাঙ্গারে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘ময়ূরপঙ্খী’ ফিরে এলেও অন্য একটি উড়োজাহজে সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীদের সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়েছে।
ফিরে আসা ওই উড়োজাহাজটির ফ্লাইটে ১৪৫ জন ইকোনমিক ও ১১ জন বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন। এ ছাড়া সাতজন ককপিক ও কেবিন ক্রু ছিলেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু