চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকদের নোবেল পুরস্কার দেওয়া উচিতঃ নাসির
ই-বার্তা ডেস্ক।। চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে যে সমস্ত ডাক্তার-নার্স সেবার কাজে নিয়োজিত তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের ১৫ শয্যার সিসিইউ-২ স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র বলেন, ‘হাসপাতালের অনুমোদিত শয্যা সংখ্যা এক হাজার ৩০০টি। কিন্তু তার তুলনায় জনবল অনেক কম, অনেকগুলো পদ শূন্য আছে। সেই জনবল দিয়ে তিন-সাড়ে তিন হাজার ভর্তি রোগীকে সেবা দিতে হয়। বহির্বিভাগে আরো তিন সাড়ে তিন হাজার রোগীকে সেবা দিতে হয়। আমি মনে করি, আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে যে সমস্ত ডাক্তার-নার্সরা সেবার কাজে নিয়োজিত তাদেরকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আপনি যদি শতভাগ নিশ্চিত হন কোনো একজন ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এটা হয়েছে, তাহলে ওই ব্যক্তিকে টার্গেট করতে হবে। ওই ডাক্তারের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন। তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতে পারেন। পুরা ডাক্তার সমাজের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করাটা ঠিক নয়। আমাদের দেশে কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। যেটা জেনারালাইজ করা হয়। আমাদের এখানে কোনো কিছু হয় না। এভাবে বলা উচিত নয়।’
বেসরকারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেডের সৌজন্য সিসিসিইউ-২ ইউনিটটি স্থাপন করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসিন উদ্দিন আহমেদ, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খানসহ অন্য ব্যক্তিবর্গ।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু