শাকিব খানের নতুন চমক ‘লন্ডন’
ই- বার্তা ডেস্ক।। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘লন্ডন’। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। নতুন বছরের জানুয়ারিতে দুবাইতে সিনেমাটির শুটিং হবে। এ ছবির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু।
শাকিব খান বলেন, ছবিটির কাহিনী আমার ভালো লেগেছে। নতুন বছরে এর শুটিং শুরু হবে। যেহেতু দেশের বাইরে শুটিং হবে তাই ওখানকার আবহাওয়ার সঙ্গে মিল রেখে শুটিং করবেন নির্মাতা। রোমান্টিক-অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে এটি। প্রযোজনা করবে ব্রিটলিংক এন্টারটেইনমেন্ট।
জানা যায়, গল্পের প্রয়োজনে ছবির পুরো শুটিংই দেশের বাইরে হবে। ছবির নির্মাতা বলেন, শাকিব খানের বিপরীতে এ ছবিতে তিন নায়িকা অভিনয় করবেন। বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরের অভিনেত্রীও কাজ করবেন। তবে কারা শাকিবের নায়িকা হিসেবে এ ছবিতে থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হচ্ছে শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ ও শামিম আহমেদ রনীর ‘শাহেনশাহ’। আর সম্প্রতি বদিউল আলম খোকনের ‘আগুন’ ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন এই অভিনেতা।