ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার
ই-বার্তা ডেস্ক।। রংপুর সদর উপজেলার পালিচড়া থেকে তিন শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কনস্টেবল সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় আটক করা হয়েছে তার এক সহযোগীকে। পুলিশ কনস্টেবলের মাদক পরিবহনে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া হাট থেকে ৩৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। রংপুর সদর কোতয়ালী থানার এসআই আতাউল ইসলাম বলেন, সাদ্দাম বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার সহযোগী মিলন একই গ্রামের আবেদ আলীর ছেলে।
সাদ্দাম রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ লাইনের ক্যান্টিন দেখা শোনার দায়িত্বে আছেন। তিনি আরও বলেন, পুলিশ কনস্টেবল সাদ্দাম দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলেন। এছাড়াও তাদের বিরুদ্ধে মাদক কারবারিদের জিম্মি করে টাকা আদায়েরও অভিযোগ আছে।