র্যাগিংয়ের দায়ে আটক ৩ শিক্ষার্থী
ই-বার্তা ডেস্ক।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি শিক্ষার্থীকে র্যাগিং দেওয়ার অপরাধে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।
শনিবার বিকাল সাড়ে পাচঁটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটক তিনজন চবির ইতিহাস বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হাসান, একই শিক্ষাবর্ষের লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী আরশিল আজিম নিলয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত রহমান। তারা তিনজনই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, র্যাগ দেওয়ার বিষয়টি জানার পরে আমরা তিনজনকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসি। পরে তাদেরকে থানায় পাঠিয়ে দেওয়া হয় ৷ পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে। ভর্তি পরীক্ষার পরে প্রাতিষ্ঠানিক শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।