তামিম নেই, সাকিব না থাকলেও সমস্যা হবে নাঃ আল-আমিন
ই-বার্তা ডেস্ক।। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ভারত সফরে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তামিমের দলে না থাকা একটা বড় চিন্তার কারণ টিমের জন্য। কিন্তু দীর্ঘদিন পরে জাতীয় দলে ডাক পাওয়া পেসার আল-আমিন বলছেন ভিন্ন কথা।
তিনি বলেছেন, এখন যদি সাকিব আল হাসানও না থাকে অথবা তামিম ইকবালও না থাকে, আমি বা অন্য কেউ দলে না থাকে সেইটা কোনো ইস্যু না। যে এগারোজন দলে থাকবে, সবাই যদি সবার সেরাটা দিতে পারে, তাহলে দলে প্রভাব পড়বে না। দলকে জেতাতে গেলে ৫-৬ জন পারফর্ম করলেই সম্ভব।
তিন বছর পর জাতীয় দলে ফেরা আল-আমিন শনিবার মিরপুরে অনুশীলন শেষে বলেন, আমাদের দল এখন ১৪ বা ১৫ জনের। সেরা এগারোতে কে খেলবে না খেলবে সেটাতো পরবর্তী ব্যাপার। ইনশাআল্লাহ যখনি সুযোগ পাব, ভালো কিছু করার চেষ্টা করব।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু