যশোরে পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ই-বার্তা ডেস্ক।। যশোর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানের ইয়াবা সেবনের ভিডিও ফাঁস হয়েছে। বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে ঘুরছে তার ইয়াবা সেবন ও তাস খেলার ভিডিও।
যশোরের পুলিশ সুপার বলেন, ঘটনা সত্য হলে অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। এক মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, বাঁশের বেড়ার একটি ঘরে বসে তাস খেলছেন এসআই আমিরসহ তিনজন। এরই ফাঁকে ইয়াবা সেবন করছেন তিনি। ওই আসরে ছিলেন এসআই ইকবাল নামে আরও এক পুলিশ কর্মকর্তা। তিনি আমিরের ঘনিষ্ঠ এবং এক সময় যশোরে কর্মরত ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এসআই আমিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ভিডিও কিসে ফাঁস হয়েছে? এই প্রথম আপনার কাছে শুনলাম। আমি দেখি। খোঁজ নিয়ে পরে আপনাকে জানাচ্ছি। এ প্রসঙ্গে যশোরের পুলিশ সুপার মঈনুল হক বলেন, দুই পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও কিংবা ছবি ফাঁসের কোনো তথ্য আমার কাছে নেই। তারা জড়িত থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।