টেক্সাসে হোমকামিং পার্টিতে বন্দুকধারীর হামলা নিহত ২,আহত ১৪

ই-বার্তা ডেস্ক।। যুক্তরাষ্ট্রের টেক্সাসে শিক্ষার্থীদের হোমকামিং পার্টিতে বন্দুকধারীর গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

রবিবার ডালাসের বাইরে গ্রিনভাইলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বলা হয়েছে, টেক্সাস এ অ্যান্ড কমার্স ইউনিভার্সটির শিক্ষার্থীদের হোমকামিং পার্টিতে গুলি চালানো হয়। জেসন হোয়াইটলি নামের এক সাংবাদিক টুইটবার্তায় জানিয়েছেন, ধারণা করা হচ্ছে একটি পয়েন্ট ২২৭ ক্যালিবার রাইফেল হামলায় ব্যবহার করা হয়েছে।

হামলার কারণ সম্পর্কে জানা যায়নি। তবে ওই বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছেন, সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। তবে গ্রিনভাইলের বাইরে একটা কিছু ঘটেছে। ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, ঘটনাস্থলে সড়কপথে এবং আকাশপথে অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখা যায়।