ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭

ই-বার্তা ডেস্ক।। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে সাতজন নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার ঘটে যাওয়া এ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের রাজধানী দাভাও সিটি থেকে ৬০ মাইল এবং বুয়াল থেকে ১৪ কিলোমিটার দূরে। ভয়াবহ ওই ভূমিকম্পের সময় আশাপাশে দ্বীপগুলোতে কোনও সুনামি সতর্কতা জারি করেনি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।

শক্তিশালী এ ভূমিকম্পে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জানা যায় ভূমিকম্পে মাটি ধসে সাত বছর বয়সী ছেলে এবং তার ৪৪ বয়সী বাবার করুণ মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে ২০১৩ সালের অক্টোবর মাসে বোহল দ্বীপে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে ১০০ জন নিহত হয়।

preload imagepreload image