মিলবে পুরস্কার বার্গার খেলে

ই-বার্তা ডেস্ক।। বার্গার অনেকেরই পছন্দের একটি খাবার। প্রিয় এ খাবার খাওয়ার কারণে যদি পুরস্কার পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয়।

তবে এই পুরস্কারের শর্ত হচ্ছে মাত্র ৯ মিনিটের মধ্যে নির্দিষ্ট আকৃতির একটি বার্গার খেতে হবে। পুরস্কার দেয়া হবে ১০ হাজার থাই বার্থ। যা বাংলাদেশী টাকায় ২৭ হাজার ৯২০ টাকা। এই অফার চলছে থাইল্যান্ডের একটি রেস্তোরাঁয়। ‘ক্রিস স্টেকস এন্ড বার্ডারস’ নামের ব্যাংককে একটি রেস্তোরাঁ জানিয়েছে, বার্গার খেয়ে পুরস্কার পেতে হলে মাত্র ৯ মিনিটের মধ্যে ৬ কেজি ওজনের একটি বার্গার খেতে হবে।

রেস্তোরাঁর মালিক কমডেক কংসুয়ান জানান, তাদের তৈরি এ বার্গারই দেশের মধ্যে সবচেয়ে বড় আকৃতির। তবে এখন পর্যন্ত কোনো প্রতিযোগিই এ চ্যালেঞ্জ পূরণ করতে পারেননি। গরুর মাংসে তৈরি ৬ কেজি ওজনের বার্গারটির দাম পড়বে বাংলাদেশী টাকায় ৬ হাজার ৯০০ টাকা। অন্যদিকে একই আকৃতির শূকরের মাংসে তৈরি বার্গার দাম ৯ হাজার ৭০০ টাকা। সঙ্গে থাকবে অনিয়ন রিং, বেকন আর মেয়োনিজ।

preload imagepreload image