এখনও সড়ক পরিবহনের নতুন আইন জানেন না বেশিরভাগ চালক

ই- বার্তা ডেস্ক।।   এখনও রাজধানীর বাইরের বেশিরভাগ চালকরা জানেন না নতুন সড়ক পরিবহন আইনের বিষয়ে।

এ কারণে যত্রতত্রভাবে পার্কিং, সিটব্যাল্ট না বেঁধে গাড়ি চালানোসহ নানা অনিয়ম চোখে পড়েছে দিনভর। তবে নতুন আইন নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে ট্রাফিক পুলিশ।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ ৫ বছর জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে সারা দেশে পহেলা নভেম্বর থেকে কার্যকর হলো নতুন সড়ক পরিবহন আইন।

কিন্তু বহুল আলোচিত এ আইন শুরু হলেও ময়মনসিংহে দেখা মিলল ভিন্ন চিত্রের। নতুন এ আইন সর্ম্পকে জানেন না অধিকাংশই। অনেক পরিবহন চালক এখনো বেপরোয়া গতিতে যানবাহন চালাচ্ছেন। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক, যত্রতত্র পার্কিং, সিটব্যাল্ট না বেঁধে গাড়ি চালানো এবং হেলমেট না পড়ে তিনজন নিয়ে মোটরসাইকেল চালাতে দেখা গেছে।

সিলেট-ঢাকা মহাসড়কেও একই চিত্র। যানবাহনগুলো চলছে অসর্তকভাবে। এমনকি মহাসড়কে নেই ট্রাফিক পুলিশের কোনো তৎপরতা। তবে এ আইনে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের।

তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পণ্যবোঝাই অথবা ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেখা যায়নি। নতুন আইনকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।