‘সাকিবের শাস্তির বিষয় জানতো না বিসিবি’
ই-বার্তা ডেস্ক।। আইসিসির নিয়ম ভঙ্গ করায় সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেটে দুই বছর নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। তবে দায় স্বীকার করে নেয়ায় এক বছর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। তার শাস্তির বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আগে থেকে কিছুই জানায়নি আইসিসিস।
বোর্ড পরিচালক মাহবুব আনাম এ দাবি করে বলেন, এ বিষয়ে বিসিবি কিছুই জানতো না। বিষয়টি আমরা সাকিবের কাছ থেকেই প্রথম শুনেছি। আইসিসি আমাদের জানায়নি। এছাড়া সাকিব শুধু বিসিবি সভাপতিকেই আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে অবহিত করেছিলেন। এর আগে নাজমুল হাসান পাপনও এ নিয়ে কিছু জানতেন না।
তিনি বলেন, বেশ কিছু সিনিয়র প্লেয়ার ভারত সফরে যাবেন না- এরকম একটা আভাস আমরা পেয়েছিলাম। ভেবেছিলাম, সেটাকে কেন্দ্র করেই খেলোয়াড়দের ধর্মঘট। পরে দেখলাম ভিন্ন কিছু। আমরা সাকিবের শাস্তির ব্যাপারে কিছুই জানতাম না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যখন আমাদের সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় তখন আমরা জানতে পারি। ফলে আমাদের কিছুই করার ছিল না।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু