কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত
ই-বার্তা ডেস্ক।। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাদের নিক্ষিপ্ত গোলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। শুক্রবার কাশ্মীরের পুঞ্চের কৃষ্ণা ঘাঁটি সেক্টরে এই ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, নিয়ন্ত্রণ রেখায় মর্টার শেল ছোড়ে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনারা পাল্টা জবাব দেন। এসময় মর্টার শেলের আঘাতে এক ভারতীয় সেনা নিহত হন।
প্রতিরক্ষা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা জানান, মেন্ধর মহকুমার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এক সেনা সদস্য প্রাণ হারিয়েছে।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারত ও পাকিস্তান প্রায়শই সংঘাতে জড়ায় কাশ্মীর সীমান্তে। এ জন্য পরস্পরকে দায়ী করে থাকে দু’দেশ। ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ সাংবিধানিক ও রাজ্যের মর্যাদা কেড়ে নিলে সীমান্তে পাল্টাপাল্টি হামলা বাড়তে থাকে। এতে দু’দেশের সেনাদের পাশাপাশি নিয়ন্ত্রণ রেখার দুই পাশের বেসামরিক নাগরিকরাও হতাহত হচ্ছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু