ওমরাহ পালন করতে সৌদি গেলেন সাকিব

ই-বার্তা ডেস্ক।।  জুয়ারির প্রস্তাব পাওয়ার বিষয়টি আইসিসিকে তাৎক্ষণিক না জানানোয় ক্রিকেট থেঠেক ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।   

গুঞ্জন ছিল এই লম্বা সময়ের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন সাকিব। যদিও তা যে শুধুই গুজব, এতোক্ষণে জেনে গেছেন সবাই। দেখা গেছে, যুক্তরাষ্ট্র নয় দেশেই রাজধানীর অভিজাত এলাকায় ফুটবল খেলছেন সাকিব। আয় কর জমা দিয়েছেন। দেশের সব ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ করদাতার সম্মানসূচক পুরষ্কারও পেয়েছেন।

তবে এবার ঠিকই বিদেশে পাড়ি জমালেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। কিন্তু তা যুক্তরাষ্ট্রে অবকাশ কাটাতে নয়, আবার লম্বা সময়ের জন্যও নয়। সময়টাকে ধর্মীয় কাজে ব্যয় করতে পবিত্র নগরী মক্কায় গেলেন তিনি।

জানা গেছে, ওমরাহ পালনের উদ্দেশে বৃহস্পতিবার মধ্যরাতের ফ্লাইটে সৌদি আরব গিয়েছেন সাকিব। যদিও এ বিষয়ে গণমাধ্যমে কিছু বলেননি সাকিব। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যেও এ বিষয়ে কোনো ইঙ্গিত দেননি।

তবে সাকিবের ওমরাহ পালনে সৌদি গমনের তথ্যটি দিয়েছেন দেশের বাইরে যাওয়ার সময় জাতীয় দলের ক্রিকেটারা যাকে পাশে পান সবসময় সেই ওয়াসিম খান।

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ওমরাহ পালন করতে জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছে সাকিব আল হাসান। তার জন্য আমার দোয়া রইল।’ 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু