‘একটি সিনেমার গল্প’ দেশের বাইরে যাচ্ছে
ই-বার্তা ডেস্ক।।অভিনেতার পাশাপাশি নির্মাতা হিসেবেও মুন্সিয়ানা দেখিয়েছেন চিত্রনায়ক আলমগীর। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে তিনি নির্মাণ করেন ‘একটি সিনেমার গল্প’ ছবিটি। যা এরই মধ্যে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৮’-এর পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
এবার ভারতের দর্শকদের জন্য ওপার বাংলায় যাচ্ছে ‘একটি সিনেমার গল্প’। এমনটাই জানালেন শক্তিমান অভিনেতা আলমগীর।
তিনি বলেন, ‘দেশে প্রশংসা কুড়িয়ে আমার ছবিটি এবার কলকাতায় যাচ্ছে। এটা আমার জন্য সত্যি আনন্দের। ওপার বাংলায় আমার অনেক বন্ধু আছে, সেখানে কাজের অভিজ্ঞতাও অনেক। আসছে ২৯ নভেম্বর কলকাতায় ছবিটি মুক্তি পাবে। আশা করি, সবাই ছবিটি উপভোগ করবেন। আমার বিশ্বাস, ছবিটি সেখানেও প্রশংসিত হবে।’
এদিকে, ‘একটি সিনেমার গল্প’ ছবিতে চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নির্মাণ ও অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্য করেছেন আলমগীর। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চম্পা, সাবেরী আলম, জান্নাতুল ফেরদৌস পিয়া প্রমুখ। আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৮ সালের ১৩ এপ্রিল।